সন্ধ্যা ৭:৫২, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল সদস্য পরিচয়ে চাঁদাবাজি

অভিযুক্ত গোলাম রহমান

আজকের সারাদেশ প্রতিবেদন:

ফেইক আইডিতে আপত্তিকর ছবি-ভিডিও আপলোড করার হুমকি দিয়ে কক্সবাজারের পেকুয়ায় কতিথ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের সদস্যের পরিচয়ে এক গৃহবধূর কাছ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে গোলাম রহমান (৩৮) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ব্যাপারে ওই গৃহবধূ পেকুয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, কিছুদিন পূর্বে গোলাম রহমান নামের এক ব্যক্তি ০১৬২৪৯৬৮৫৫১ নম্বর থেকে ওই গৃহবধূর সঙ্গে যোগাযোগ করে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের সদস্য বলে পরিচয় দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে গৃহবধূর নামে একটি ফেইক আইডি আছে বলে জানান তিনি। যেখানে বিভিন্ন ধরনের আপত্তিকর ছবি-ভিডিও ভেসে বেড়াচ্ছে। এতে এসব ছবি-ভিডিও অপসারণ করতে আঠারো হাজার টাকার প্রয়োজন বলে গৃহবধুকে জানান গোলাম রহমান। একপর্যায়ে সামাজিক মর্যাদা রক্ষার্থে গোলামকে ০১৮৫০৬৪১০০০ নম্বরের একটি বিকাশ একাউন্টে দশ হাজার টাকা পাঠান ওই গৃহবধূ।

অভিযোগপত্রে আরও বলা হয়, দশ হাজার টাকা পাওয়ার পরে গোলাম রহমান আরও টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সামাজিক যোগাযোগ মাধ্যমে গৃহবধূর নামে থাকা ওই ফেইক আইডিতে আপত্তিকর আরও ছবি-ভিডিও আপলোড করার হুমকি দেন ওই ব্যক্তি।

জানা গেছে, অভিযুক্ত গোলাম রহমান পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিন পাড়া এলাকার হাছন আলীর ছেলে।

টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে অভিযুক্ত গোলাম রহমান বলেন, আমি সাইবার ক্রাইম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। আমি ওই মহিলার কাছ থেকে টাকা নিয়েছিলাম তার উপকার করার জন্য। এখন তিনি না চাইলে টাকা ফেরত দেওয়া হবে।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ বলেন, সাইবার ক্রাইমের সদস্য পরিচয় দিয়ে গোলাম রহমান নামের এক যুবক টাকা হাতিয়ে নেওয়ার ব্যাপারটি ওই গৃহবধূ আমাকে জানিয়েছিলো। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি