আজকের সারাদেশ প্রতিবেদন:
কক্সবাজারের চকরিয়া উপজেলায় আবুল কালাম আবু (৪৫) নামে এক যুবককে রাতের আঁধারে ধরে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন ও দুই চোখ উপড়ে স্ক্যচটেপ লাগিয়ে দেয় দুর্বৃত্তরা।
রবিবার (১৪ জানুয়ারি) কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে তাকে ধরে নিয়ে যায় দুর্বৃত্তরা।
সোমবার (১৫ জানুয়ারি) ভোরে সড়কের ধারে নালার ওপর তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে স্থানীয়রা। এরপর প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবুল কালাম উপজেলার আবু সাহারবিল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার আবদুল খালেকের দ্বিতীয় পুত্র এবং সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহসিন বাবুলের ছোট ভাই। তিনি কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, রবিবার রাত ৯টার দিকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আবু। এর পর থেকে নাকি তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল। পরদিন ভোরে সড়কের ধারে দুই চোখ ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই ব্যাপারে লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আজকের সারাদেশ/একে