আজকের সারাদেশ প্রতিবেদন:
ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার জবাবে এডেন উপসাগরীয় এলাকায় যুক্তরাষ্ট্রের মালিকাধীন একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। সোমবার (১৫ জানুয়ারি) এই হামলা চালানো হয়। খবর বিবিসি ও রয়টার্স।
রয়টার্সের খবরে বলা হয়, জাহাজটিতে ইস্পাত জাতীয় পণ্য পরিবহন করা হচ্ছিল। এতে অ্যান্টি শিপ ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় হুতি বিদ্রোহীরা। বিস্ফোরণের ধাক্কায় জিব্রাল্টার ঈগল নামের ওই জাহাজটিতে আগুন ধরে যায়। তবে এতে আরোহীদের কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে জাহাজটি পরিচালনাকারী সংস্থা ঈগল বাল্ক শিপিং।
সমুদ্র পথের নিরাপত্তা নিয়ে কাজ করা একটি ব্রিটিশ প্রতিষ্ঠান জানিয়েছে, ইয়েমেনে হুতিদের ওপর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের হামলার জবাবে জাহাজটিতে এই হামলা চালানো হয়েছে।
হামলার দায় স্বীকার করে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের নৌবাহিনী এডেন উপসাগরে আমেরিকান একটি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে অংশ নেয়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সব জাহাজ ও যুদ্ধজাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।
তিনি আরও বলেন, আমেরিকান ও ব্রিটিশ হামলার জবাব অবশ্যম্ভাবী এবং নতুন যেকোনো ধরনের হামলার জবাব ও যথাযথ শাস্তি দেয়া হবে।
আজকের সারাদেশ/একে