আজকের সারাদেশ প্রতিবেদন:
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আবারো ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার (১৫ জানুয়ারি) লন্ডনে অনুষ্ঠিত ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস-২০২৩’ এ বছরের সেরা ফুটবলারের স্বীকৃতি পান ইন্টার মিয়ামির এ খেলোয়াড়।
ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডকে পেছনে ফেলে টানা দ্বিতীয়বার সেরা ফুটবলার হওয়ার গৌরব অর্জন করেন মেসি। এ নিয়ে অষ্টমবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন ৩৬ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড।
শুরুতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার চোখে বেস্ট হওয়ার দৌড়ে ১২ জন খেলোয়ারের নাম থাকলেও পরে তা নেমে আসে তিনে।
জাতীয় দলের কোচ, অধিনায়ক, ফুটবল সাংবাদিক ও সমর্থকদের দেয়া ভোটে উঠে আসে মেসি, এমবাপ্পে ও হলান্ডের নাম।
বর্ষসেরা নারী ফুটবলারের অ্যাওয়ার্ড পেয়েছেন বার্সেলোনার আইতানা বনমাতি। সেরা কোচ (পুরুষ) ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও সেরা কোচ (নারী) হয়েছেন ইংল্যান্ড নারী জাতীয় দলের প্রধান কোচ সারিনা উইগম্যান।
২০২৩ সালের বর্ষসেরা পুরুষ গোলরক্ষকের সম্মান পেয়েছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান খেলোয়াড় এডারসন। নারীদের মধ্যে সেরা হয়েছেন ইংলিশ গোলরক্ষক মেরি ইয়ারপস।
পুরস্কারের এ আয়োজনটি ফিফা-নাইট নামেও পরিচিতি। অ্যাওয়ার্ডটি চালু হয় ১৯৯১ সালে। তখন থেকে ২০০৯ সাল পর্যন্ত ফিফা বর্ষসেরা খেলোয়াড় নামে পুরস্কার দেয়া হতো।
আজকের সারাদেশ/একে