আজকের সারাদেশ প্রতিবেদন:
হাজেরা-তজু ডিগ্রি কলেজসহ ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষানুরাগী সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ৮২-তম জন্মদিন পালিত হয়েছে।
সোমবার হাজেরা-তজু কলেজ মিলনায়তনে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আবু বকর ছিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোহাং দবির উদ্দীন খান, এ.কে. এম. ইছমাইল ও অধ্যাপক মোহাঃ কুতুব উদ্দীন। এছাড়া কলেজের উপাধ্যক্ষ এস.এম.আইয়ুব, শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
জন্মদিনের শুভেচ্ছা বক্তব্যে নুরুল ইসলাম বিএসসি নারী শিক্ষার অগ্রগতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এবং আগামী প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজ ও দেশের অগ্রগতিতে অবদান রাখার পরামর্শ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আবু বকর ছিদ্দিকী চট্টগ্রামসহ সারা দেশে ৩২ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠাসহ দেশের শিক্ষা বিস্তারে নুরুল ইসলাম বিএসসির অনন্য সাধারণ ভূমিকার প্রশংসা করেন।
অধ্যক্ষ বলেন, গুণীজনদের সম্মান না করলে সমাজের গুণীজনের জন্ম ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের অধ্যাপক শামীমা আফরোজ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জন্মদিন উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দীন।
প্রতিষ্ঠাতা মহোদয়ের সার্বিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক মোঃ অহিদুল আলম। অনুষ্ঠানে শৃঙ্খলার দায়িত্বে ছিলেন অধ্যাপক খাইরুন্নেছা, ক্রীড়া শিক্ষক এনামুল হাসান এবং বি.এন.সি.সি, রোভার স্কাউট ও রেডক্রিসেন্ট।
আজকের সারাদেশ/একে