আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম নগরের রাহাত্তারপুল এলাকা থেকে এক কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী চাচা-ভাতিজা দুইজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৯ (এপিবিএন)।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।
এপিবিএন চট্টগ্রাম এর “অপারেশন ও ইন্টিলিজেন্স” টিম ইনচার্জ ইন্সপেক্টর রনজিত বড়ুয়ার নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এসময় চান্দগাঁও থানার রাহাত্তারপুল এলাকা থেকে একাধিক মাদক মামলার আসামী মাদক ব্যবসায়ী মো. সামছুল আলম (৪০) ও তার ভাতিজা মো. ইসমাইল মালিক (২৪) কে কালু সওদাগর বাড়ীর সামনে থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
ইন্সপেক্টর রনজিত বড়ুয়া জানান, আটক সামসুল আলমের বিরুদ্ধে আদালতে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। আসামীদের বিরুদ্ধে সিএমপি চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে। আমাদের মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
আজকের সারাদেশ/এমএইচ