আজকের সারাদেশ প্রতিবেদন:
দেশীয় পর্যটনের সবচেয়ে বড় বিজ্ঞাপন কক্সবাজার সমুদ্র সৈকত। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ভ্রমণ করা অধিকাংশ পর্যটকের আগ্রহের প্রধান কেন্দ্রবিন্দু থাকে এই পর্যটন নগরী। তবে স্থানীয় কিছু অপরাধীর জন্য ক্ষুন্ন হচ্ছে সুনাম। বডি ম্যাসাজের নামে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে পর্যটকদের। মাসাজের আড়ালে পর্যটকদের মোবাইল, মানি ব্যাগসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হচ্ছে, এমন অভিযোগ দীর্ঘদিনের।
অবশেষে মাসাজ বয়দের দৌরাত্ম্য রোধে সক্রিয় হয়েছে ট্যুরিস্ট পুলিশ।
১৫ জানুয়ারি রাত ১০ টায় সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদের নেতৃত্বে অভিযান পরিচালনা চালানো হয়।
এ সময় ৩৮ জন শিশু-কিশোরকে আটক করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন অফিসে নিয়ে আসা হয়।
পরবর্তীতে তাদের অভিভাবকদের নিয়ে এসে তাদেরকে জিম্মায় প্রদান করা হয়। তাদের অভিভাবকরা মুচলেকা প্রদান করেন যে, তারা তাদের শিশু কিশোরদের এ ধরণের কাজে আর কখনো নিয়োজিত করবেন না।
আজকের সারাদেশ/১৬জানুয়ারী/এএইচ