সকাল ৬:২৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৯শ কেজি ভেজাল মশলা জব্দ, মালিকের জেল-জরিমানা

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের চাক্তাইয়ে একটি কারখানায় অভিযান পরিচালনা করে ৯০০ কেজি ভেজাল মশলা জব্দ করেছে জেলা প্রশাসন। মানব দেহের জন্য ক্ষতিকর এসব মশলা দিয়ে হলুদ ও মরিচের গুড়া তৈরির অভিযোগে কারখানার মালিক বাচ্চু মিয়াকে ১ লাখ টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর চাক্তাই মিয়াখান নগর ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগীতা করে কোতোয়ালী থানা পুলিশ। এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, অভিযান পরিচালনা করে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ, কয়লা, কাঠের গুড়া এবং খুবই নিম্নমানের ভুষি মেশানো ৯০০ কেজি ভেজাল মশলা জব্দ করা হয়। এসব মশলা দিয়ে হলুদ ও মরিচের গুড়া তৈরি করছিল তারা। এসময় কারখানার মালিক বাচ্চু মিয়া এবং চার শ্রমিককে হাতেনাতে আটক করা হয়।

এই ঘটনায় অভিযুক্ত বাচ্চু মিয়াকে ১ লাখ টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা মশলা সবার সামনে ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘প্রতি বছরই পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রামে এরকম ভেজাল মশলা উৎপাদন ও বাজারজাত করেন। এ বছর রমজানে চট্টগ্রামে যেন এরকম ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত না হয় সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।’

আজকের সারাদেশ/১৮জানুয়ারী/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি