বিকাল ৫:১৬, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে ৯শ কেজি ভেজাল মশলা জব্দ, মালিকের জেল-জরিমানা

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের চাক্তাইয়ে একটি কারখানায় অভিযান পরিচালনা করে ৯০০ কেজি ভেজাল মশলা জব্দ করেছে জেলা প্রশাসন। মানব দেহের জন্য ক্ষতিকর এসব মশলা দিয়ে হলুদ ও মরিচের গুড়া তৈরির অভিযোগে কারখানার মালিক বাচ্চু মিয়াকে ১ লাখ টাকা জরিমানা ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নগরীর চাক্তাই মিয়াখান নগর ব্রিজ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগীতা করে কোতোয়ালী থানা পুলিশ। এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, অভিযান পরিচালনা করে মানবদেহের জন্য ক্ষতিকর রঙ, কয়লা, কাঠের গুড়া এবং খুবই নিম্নমানের ভুষি মেশানো ৯০০ কেজি ভেজাল মশলা জব্দ করা হয়। এসব মশলা দিয়ে হলুদ ও মরিচের গুড়া তৈরি করছিল তারা। এসময় কারখানার মালিক বাচ্চু মিয়া এবং চার শ্রমিককে হাতেনাতে আটক করা হয়।

এই ঘটনায় অভিযুক্ত বাচ্চু মিয়াকে ১ লাখ টাকা জরিমানা এবং ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ করা মশলা সবার সামনে ধ্বংস করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘প্রতি বছরই পবিত্র রমজান মাসে অধিক মুনাফা লাভের আশায় বেশ কিছু অসাধু ব্যবসায়ী চট্টগ্রামে এরকম ভেজাল মশলা উৎপাদন ও বাজারজাত করেন। এ বছর রমজানে চট্টগ্রামে যেন এরকম ভেজাল খাদ্যদ্রব্য তৈরি ও বাজারজাত না হয় সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।’

আজকের সারাদেশ/১৮জানুয়ারী/এএইচ

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল