ভোর ৫:৩৩, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে রাতেই স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

আজকের সারাদেশ প্রতিবেদন:
হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধে হাহাকার শুরু হয়েছে চট্টগ্রামে। বৃহস্পতিবার রাত ১১ টার পর থেকে চট্টগ্রাম অঞ্চলে পুরোপুরি বন্ধ রয়েছে সরবরাহ। কক্সবাজারের মহেশখালীতে ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে আকস্মিক এমন সমস্যার সৃষ্টি বলে দাবি কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল)। তবে শুক্রবার রাত ১২ টার মধ্যেই চট্টগ্রামে গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে জানিয়েছেন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আমিনুর রহমান ।

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি বলেন, ‘দ্রুতই কাজ চলছে। রাত ১০ টার দিকে গ্যাস লাইনে ঢুকবে। ১২ টার মধ্যে সরবারহ পুরোপুরি স্বাভাবিক হবে বলে আশা করছি আমরা৷’

অবশ্য এর আগে দুপুর আড়াইটার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে আগামীকাল পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছিলেন এই কর্মকর্তা। সেসময় তিনি বলেন, ‘সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ টিম এসেছে। আশা করছি আগামীকালের মধ্যে সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে।’ 

এর আগে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায় চট্টগ্রামে। এতে রাতে বিষয়টি অনেকেই টের না পেলেও সকাল থেকে দুর্ভোগে পড়েন নগরবাসী৷ বাসাবাড়িতে রান্না না হওয়ার খাবার হোটেলও রোস্তারার সামনে দেখা যায় মানুষের দীর্ঘ সারি। ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় বন্ধ হয়ে যায় চালিত যানবাহন। এতে সড়কে নানা কাজে বের হওয়া যাত্রীরাও দুর্ভোগে পড়েন৷

চট্টগ্রামসহ সারাদেশে চাহিদার সিংহভাগ গ্যাসের যোগান হয় আমদানির মাধ্যমে। চট্টগ্রাম অঞ্চলে আমদানি করা এসব গ্যাস কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুটি টার্মিনাল থেকে পাইপলাইনের মাধ্যমে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) হিসেবে সরবরাহ করা হয়। তাদের একটির নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি, অন্যটি নির্মাণ করেছে সামিট গ্রুপ।

কেজিডিসিএল বলছে, দুই টার্মিনালের মধ্যে এক্সিলারেট এনার্জির টার্মিনালটি ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। ওই টার্মিনালটি বিচ্ছিন্ন করে সেসময় সিঙ্গাপুর নেওয়া হয়েছি সংস্কারের জন্য।  আরও আগে টার্মিনালটি দেশে আসার কথা থাকলেও সেটি আসে কয়েকদিন আগে। গতকাল এক্সিলারেট এনার্জির টার্মিনালটি গ্যাস সরবরাহের জন্য যুক্ত করার পর সামিটের টার্মিনালটি খুলে নেওয়া হয়। সংস্কারের জন্য সেটিরও সিঙ্গাপুর পাঠানোর কথা রয়েছে। এরমধ্যে সরবরাহ চালুর পর এক্সিলারেট এনার্জির টার্মিনালে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আর এতে এই টার্মিনাল থেকেও গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।#

আজকের সারাদেশ/১৯জানুয়ারী/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি