সকাল ১০:০৯, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কম দামে মাংস বিক্রি করায় পাশের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কম দামে মাংস বিক্রি করায় প্রকাশ্যে ব্যবসায়িকে কুপিয়ে খুন

আজকের সারাদেশ প্রতিবেদন:

কেজিপ্রতি ৬৫০ টাকা দরে গরুর মাংস বিক্রি করায় মামুন হোসেন নামে এক মাংস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে আরেক ব্যবসায়ী খোকন হোসেনের বিরুদ্ধে।

শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজশাহীর বাঘায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন হোসেন এবং খোকন হোসেন সম্পর্কে মামাতো ফুপাতো ভাই। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী হাটে তারা একসঙ্গে মাংস ব্যবসা করতেন। কিছুদিন আগে তারা ব্যবসা আলাদা করেন।

 শনিবার হাটে গরু জবাই করে ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছিলেন মামুন। তার পাশেই খোকন গরুর মাংস বিক্রি করছিলেন ৭০০ টাকা দরে। কেন মামুন কম দামে গরুর মাংস বিক্রি করছে- এ নিয়ে মামুনের সঙ্গে খোকনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে খোকন তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে মামুনকে কুপিয়ে জখম করে। পরে হাটের লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মামুনের মৃত্যু হয়।
  
প্রত্যক্ষদর্শী আবদুস সালাম বলেন, খোকন ও মামুন দুজন পাশাপাশি মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ টাকা এবং মামুন ৬৫০ টাকা কেজি দরে মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সবার সামনেই প্রকাশ্যে কুপিয়ে মামুনকে হত্যা করে খোকন।’

নিহত মামুন হোসেন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। 

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহ রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে  পাঠানো হয়েছে। খোকন এ মুহূর্তে পলাতক। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি