বিকাল ৫:০৮, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আমদানি-রপ্তানিতে ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর জোর তাগিদ

আজকের সারাদেশ প্রতিবেদন:

আমদানি-রপ্তানিতে ভারসাম্য রক্ষায় জোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমাদের জরুরি ভিত্তিতে আমদানি-রপ্তানিতে ভারসাম্য রক্ষা করতে হবে।’

রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) মাসব্যাপী ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। খবর ইউএনবির

মুষ্টিমেয় কয়েকটি গন্তব্যের ওপর নির্ভরশীলতা কমাতে রপ্তানি পণ্যের জন্য নতুন বাজার ও পণ্য অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘এর জন্য আমাদের নতুন পণ্য, নতুন গন্তব্য এবং বিদেশে বাজারের সন্ধান করতে হবে। আমাদের বিশ্বব্যাপী এক বা দুটি বাজারের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয়।’

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী রপ্তানি পণ্য পাঠাতে বাংলাদেশকে বিভিন্ন ধরনের বাধা ও প্রতিবন্ধকতা অতিক্রম করতে হয়।

ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের ইশতেহারে আওয়ামী লীগ ২০৩০ সালের মধ্যে ১৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।

তিনি বলেন, ‘কিন্তু তার জন্য আমাদের নতুন বাজার ধরতে হবে, আর আমাদের সময় কম। সর্বোপরি, আমরা যদি একটি লক্ষ্য স্থির করা হয়, তাহলে লক্ষ্য অর্জন সম্ভব হয়। আমরা এভাবেই কাজ করতে চাই।’

উদ্বোধনী অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী হস্তশিল্পজাত পণ্যকে ২০২৪ সালের ‘বর্ষ পণ্য’ হিসেবে ঘোষণা করেন।

আজকের সারাদেশ/২১জানুয়ারী/এএইচ

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল