সকাল ১১:৫৩, শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রান্সজেন্ডারের প্রতিবাদ করা শিক্ষকের ই-মেইল বন্ধ করে দিল ব্র্যাক

আজকের সারাদেশ প্রতিবেদন:

‘সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। পাঠ্যবইয়ের ‘শরীফ’ থেকে ‘শরীফা’ হওয়ার গল্পের পাতা ছিঁড়ে ফেলা আলোচিত শিক্ষক আসিফ মাহতাবকে ক্লাসে আসতে নিষেধ করার পর এবার ই-মেইল আইডিও ডিজেবল করে দিয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে ফেসবুকে একটি স্ট্যাটাস বিষয়টি জানান তিনি।

এর আগে ২১ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষক আসিফ মাহতাবকে আর ক্লাস নিতে না যাওয়ার জন্য মুঠোফোনে জানিয়ে দেওয়া হয়েছে।

পরে নিজের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি স্ট্যাটাস দেন তিনি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এদিকে বিশ্ববিদ্যালয় থেকে দেয়া ফিলোসফির খণ্ডকালীন সেই শিক্ষকের অফিসিয়াল ই-মেইলটি ডিজেবল করে দিয়েছে ব্র্যাক কর্তৃপক্ষ।

ই-মেইলটি ডিজেবল করে দেয়ার একটি স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, আমার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ই-মেইল ডিজেবল করে দেয়া হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

গত শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে আয়োজিত ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক: বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে অংশ নেন শিক্ষক আসিফ মাহতাব। সেখানে তিনি পাঠ্যক্রমে ট্রান্সজেন্ডারের বিষয়টি সংযুক্ত করার প্রতিবাদ জানান।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত