রাত ১০:২৬, বৃহস্পতিবার, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজার রুটে দুর্ঘটনা: বন্ধ ট্রেন চলাচল

আজকের সারাদেশ প্রতিবেদন:

পাথরবাহী কোচের সঙ্গে পাইলটিং ইঞ্জিনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে। এতে সহকারী লোকোমাস্টার আহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনার কারণে আপাতত এ রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

সোমবার (২২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রামু-ইসলামাবাদ পয়েন্টের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে। 

এদিকে দুর্ঘটনার ফলে কক্সবাজার থেকে  পর্যটন এক্সপ্রেস নির্ধারিত সময় রাত ৮টায় ছাড়তে পারেনি। এছাড়া ঢাকাগামী আন্তঃনগর ট্রেনটি রাত ৯টার সর্বশেষ তথ্য অনুযায়ী যাত্রীসহ স্টেশনে অপেক্ষা করছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কক্সবাজার স্টেশন থেকে ক্লিয়ারেন্স পাওয়ার পর চকরিয়ার দিকে যাচ্ছিল পাইলটিং ইঞ্জিন। অন্যদিকে, উল্টোপথে রামু স্টেশনমুখী ছিল চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের একটি পাথরবাহী কোচ। এ সময় পাইলটিং ইঞ্জিন ও পাথরবাহী কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাইলটিং ইঞ্জিন চালানোর দায়িত্বে থাকা সহকারী লোকোমাস্টার জহিরুল আলম আহত হন।

আজকের সারাদেশ/এমএইচ