দুপুর ২:১৯, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে সিগারেটের প্যাকেটে মিলল দেড় কেজি স্বর্ণ

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি সিগারেটের প্যাকেট থেকে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের ১৪ টি বার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকালে বিমানবন্দরের ২ নম্বর আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্ট থেকে এসব স্বর্ণ যৌথভাবে উদ্ধার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

উদ্ধার স্বর্ণের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম। যার মূল্য প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা।

স্বর্ণ উদ্ধার সংশ্লিষ্ট এনএসআই কর্মকর্তা জানান, সকাল ৯ টা ৩০ এর দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছিল। ধারণা করা হচ্ছে ওই ফ্লাইটের কোনো যাত্রী অবৈধভাবে এসব স্বর্ণ দেশে এনে আর বের করতে পারেনি৷ ভয়ে কনভেয়ার বেল্টে রেখে পালিয়েছে। পরে পরিত্যক্ত অবস্থায় কনভেয়ার বেল্টে একটি সিগারেটের প্যাকেট দেখে সেখানে চোরাই স্বর্ণ থাকতে পারে বলে খবর পায় এনএসআই। এতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করে এসব স্বর্ণ উদ্ধার করে এনএসআই। সেখানে ২৪ ক্যারেটের ১৪ টি বার ছিল, সবগুলোই ১০০ গ্রামের চেয়ে বেশি ওজনের।

এনএসআইয়ের ওই কর্মকর্তা বলেন, ‘উদ্ধার স্বর্ণ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।’

উদ্ধার এসব স্বর্ণের পুরোটাই সরকারের রাজস্ব আয় হিসেবে জমা হবে বলেও জানান তিনি।

আজকের সারাদেশ/২৬জানুয়ারি/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি