আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
শুক্রবার সকালে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা জানান মন্ত্রী।
ডা. সামন্ত লাল সেন বলেন, ‘১০০ শয্যা করার বিষয়টা ইতোমধ্যে অনুমোদন হয়ে গেছে, এখন কাজ শুরু হবে। আমাদের অনেক হাসপাতালের একটা তালিকা আছে, সেখানে সীতাকুণ্ডেও আমরা অগ্রাধিকার ভিত্তিতে করব।’
তিনি বলেন, ‘হাসপাতালটা আজ দেখলাম আমি, এটা পুরোনো হাসপাতাল। এটাকে আবার সুন্দর করে কীভাবে করা যায়, এখানকার সদস্য আমাকে যেটা বললেন যে ১০০ শয্যার কথা, সেটা যত দ্রুত করা যায় সে ব্যবস্থাই আমরা নিব। আমি দেখেছি এখানে চিকিৎসকরা আছে, সব বিভাগেরই চিকিৎসক আছেন। সুতরাং আমি মনে করি সীতাকুণ্ড হাসপাতাল মানুষকে ভালো সেবা দেবে। এটা আমার প্রত্যাশা।’
এসময় স্থানীয় সংসদ সদস্য এসএম আল মামুন, স্বাস্থ্য সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, পরিচালক ডা. মো. শামিউল ইসলাম, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মোহাম্মদ মহিউদ্দিন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
আজকের সারাদেশ/২৬জানুয়ারি/এএইচ