ভোর ৫:৪৪, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষকের আগ্রহ বাড়ছে পুষ্টিগুণে সমৃদ্ধ রঙিন ফুলকপিতে

রঙিন ফুলকপি

আজকের সারাদেশ প্রতিবেদন:

পুষ্টি সমৃদ্ধ বাহারি রঙের ফুলকপি উৎপাদনে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স (পার্টনার) প্রকল্প। এ প্রকল্পের আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয়বারের মতো আবাদ করা হয়েছে বাহারি রঙের ফুলকপি। সাধারণত ফুলকপি সাদা রঙের হলেও পুষ্টি চাহিদা পূরণ করতে রঙিন ফুল কপিই এগিয়ে। তাই ক্রেতাদের পাশাপাশি কৃষকেরও আগ্রহ বাড়ছে রঙিন ফুলকপি আবাদে।

পার্টনার প্রকল্পের আর্থিক সহায়তায় সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় এবারও উপজেলার নুনাছড়া, টেরিয়াল, ফুলতলাসহ উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন স্থানে রঙিন ফুলকপির আবাদ হয়েছে। চলতি অর্থ বছরে মোট ৯৫হেক্টর জমিতে এ ফুলকপির আবাদ হয়েছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুল্লা জানান, গতবছর সীতাকুণ্ডে ১ হাজার ২০০টি রঙিন ফুলকপির আবাদ হলেও এবছর ১০গুণ বেড়ে ১২ হাজার রঙিন ফুলকপির আবাদ হয়েছে। গতবছর ১৫ জন চাষি রঙিন ফুলকপি চাষ করলেও এবছর চাষ করেছেন ৪৫ জন কৃষক।

উপজেলা কৃষি অফিসার আরও জানান, রঙিন ফুলকপি এবং সাদা ফুলকপির মধ্যে পার্থক্য শুধু বীজে। চাষ পদ্ধতির অন্যান্য সকল প্রক্রিয়া একই। কিন্তু বাজার মূল্য সাদা ফুলকপির তুলনায় রঙিন ফুলকপির ২০ থেকে ২৫ টাকা বেশি।

উপজেলার ফৌজদারহাট এলাকার কৃষক মো. জাহাঙ্গীর আলম বলেন, আমি গত বছর অল্প পরিমাণে রঙিন ফুলকপি চাষ করেছিলাম। এবছর কৃষি অফিসের সহযোগিতায় দুই হাজার রঙিন ফুলকপি চাষ করেছি। আশা করছি প্রতিটি রঙিন ফুলকপি ১০০ টাকা দরে বিক্রি হবে। রঙিন ফুল কপি চাষ করলে আর্থিকভাবে লাভবান হবো বলে আশা করছি।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি