আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম আদালতে সাজার রায় শুনে এজলাস থেকে কারাগারের গাড়িতে তোলার সময় পালিয়েছে চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি সাইফুল করিম খান (৪৫)।
রোববার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম প্রথম যুগ্ম মহানগর আদালতে একটি চেকের মামলায় সাজার রায় ঘোষণার পর এ ঘটনা ঘটে। পলাতক আসামি মো. সাইফুল করিম খান হালিশহর এলাকার বজলুল করিম খানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন বলেন, আজ মামলার রায় ঘোষণার দিন ধার্য্য ছিল। ওই আসামি নিজ থেকে আদালতে হাজির হয়েছিলেন। রায় প্রচারের পরবর্তীতে এজলাস থেকে কারাগারে নেওয়ার গাড়িতে তোলার সময় পালিয়ে যায়। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। দায়িত্বরত পুলিশ সদস্যর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজকের সারাদেশ/এমএইচ