আজকের সারাদেশ প্রতিবেদন:
নিজের মেয়ে রিফাত মোস্তফা টিনাকে নিয়ে মহামান্য রাষ্ট্রপতির মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। রোববার (২৮ জানুয়ারী) বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তথ্য ও ফটোগ্রাফি শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, চবি উপাচার্য মহামান্য রাষ্ট্রপতিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে মহামান্য রাষ্ট্রপতির সাথে আলোচনা করেন। মহামান্য রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয় পরিচালনায় উপাচার্যের সফলতা কামনা করেন।
আজকের সারাদেশ/এমএইচ