আজকের সারাদেশে প্রতিবেদন:
অবশেষে এয়ার অ্যারাবিয়ার এবিওয়াই-৫২০ ফ্লাইটটি ১০২ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম ছেড়ে গেছে।
রোববার সন্ধ্যা ৬ টা ৫২ মিনিটে যান্ত্রিক ত্রুটি সারানোর পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিমানটি।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।
তিনি বলেন, ‘যাত্রীদের কেউ কেউ টিকেট ক্যানসেল করেছে। ত্রুটি সারানোর পর রোববার সন্ধ্যায় বিমানটি চট্টগ্রাম ছেড়ে গেছে।’
এর আগে শনিবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে চট্টগ্রাম থেকে শারজাহর উদ্দেশ্যে যাত্রা করে এয়ার অ্যারাবিয়ার ওই ফ্লাইটটি। সেসময় যাত্রার ২ ঘন্টা পর যান্ত্রিক ত্রুটির কারণে ৯ টা ৩৭ মিনিটে ১৪৯ জন যাত্রী নিয়ে ভারতের আকাশ থেকে চট্টগ্রামে ফিরে আসে।
তবে যাত্রীরা জানান, এয়ার অ্যারাবিয়ার ওই ফ্লাইটটির প্রথম যাত্রার সময় ছিল ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে। ওই সময় যান্ত্রিক ত্রুটির কথা জানিয়ে বিলম্ব করে ফ্লাইটটি। পরে পরদিন যাত্রার কথা জানিয়ে যাত্রীদের নগরের কয়েকটি হোটেলে ভাগাভাগি করে রাখে এয়ার অ্যারাবিয়া কর্তৃপক্ষ।
পরদিন ফের সন্ধ্যা ৬ টায় যাত্রার সময় নির্ধারণ করেও আবার পরিবর্তন করা হয়। সর্বশেষ শনিবার ৬ টার দিকে রাত সাড়ে ৮ টায় যাত্রার সময় নির্ধারণ করা হয়। কিন্তু আবারও সময় পরিবর্তন করে ৭ টা ২০ মিনিটে যাত্রা করে বিমানটি।
ওই বিমানের যাত্রী ও চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা আইয়ুব খান বলেন, ‘৭ টা ২০ মিনিটে যাত্রার প্রায় এক ঘন্টা পর ভারতের দিকে পৌঁছি। তখন বিকট একটা শব্দ হয়ে বিমানটি আকাশেই কাঁপতে থাকে। এতে সবাই চিৎকার শুরু করে, আমরাও দোয়া দরুদ পড়তে থাকি। পরে ক্রুরা জানাল যে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটা শারজাহ যেতে পারবে না, তাই চট্টগ্রামে চলে যেতে হবে।’
আজকের সারাদেশ/২৮জানুয়ারী/এএইচ