দুপুর ১:২৫, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে চোরাই স্বর্ণসহ আটক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামে অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণের চারটি বার পাচারের সময় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তাসহ দুজনকে আটক করা হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার। 

আটক ওই কর্মকর্তার নাম ডা. শরীফ। তবে আটক অন্যজনের নাম জানা যায়নি। তিনি সকাল ডলসাড়ে ৯ টায় শারজাহ থেকে আসা এয়ার অ্যারাবিয়ার জি৯৫২৬ ফ্লাইটের যাত্রী ছিলেন।

সিআইআইডির সহকারী পরিচালক মো. আব্দুল মতিন তালুকদার জানান, সকালে বিমানটি অবতারের পর ওই বিমানের এক যাত্রী অবৈধভাবে নিয়ে আসা স্বর্ণগুলো ডা. শরীফকে দেন। তিনিই পাচার করছিলেন। পরে তাকে স্ক্যান করা হয়, স্ক্যানে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। প্রতিটা বারের ওজন ছিল ১১৬ গ্রাম।

তিনি বলেন, ‘এটা সম্মিলিত অভিযান ছিল, কাস্টমস, সিআইআইডি, শুল্ক গোয়েন্দা, অন্য দুই গোয়েন্দা সংস্থাও ছিল। আর স্বাস্থ্য কর্মকর্তা ছাড়াও ওই যাত্রীকেও আটক করা হয়েছে।’

আজকের সারাদেশ/এএইচ/একে

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি