সকাল ৬:১২, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বদলে যাচ্ছে তামিম ইকবালের ‘আঁতুরঘর’

আজকের সারাদেশ প্রতিবেদন:

বেশ কয়েকদিন ধরে সংস্কার কাজ চলছে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামে। এম এ আজিজ স্টেডিয়ামের বাইরে এই অংশটি একসময় শিশু কিশোরদের ক্রিকেট, ফুটবল, ভলিবল আর হ্যান্ডবল খেলায় মুখর থাকলেও গেল কয়েকবছরে নানা মেলা আর অনুষ্ঠানের দখলেই ছিল। অথচ এই মাঠে খেলাধূলা করেই জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছিলেন আকরাম খান, মিনহাজুল আবেদিন, তামিম ইকবাল, আফতাব আহমেদের মত তারকারা। দেখল নিয়ে বেশ কয়েকবার গণমাধ্যমের শিরোনামও হয়েছিল আউটার স্টেডিয়াম।

তবে আউটার স্টেডিয়ামে খেলাধূলা ফেরাতে এক কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। সেই প্রকল্পের অংশ হিসেবে সংস্কার কাজ চলছে আউটার স্টেডিয়ামের।

প্রকল্প সংশ্লিষ্ট এক স্থপতি গণমাধ্যমকে বলেন, ‘এখানে ৮ হাজার বর্গ মিটার এলাকা নিয়ে একটি স্টেডিয়াম হবে। আলাদাভাবে ভলিবল আর হ্যান্ডবলের কোর্টও করা হবে। তাছাড়া ক্রিকেট অনুশীলনের জন্য চারটি নেটও তৈরি করা হবে।’

তিনি আরো বলেন, ‘আউটার স্টেডিয়ামের জায়গা বৃদ্ধির জন্য এম এ আজিজ স্টেডিয়ামের ফ্লাড লাইটটি স্থানান্তরিত করা হবে। মাঠের দুপাশেই ২০০ সিটের একটি গ্যালারী তৈরি করা হবে। তাছাড়া আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত একটি শৌচাগারও তৈরি করা হবে।’

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘সংস্কারের পর এই মাঠে খেলতে কোনো টাকা দিতে হবে না। তবে শৃঙ্খলার জন্য একটি সূচি অনুসরণ করা হবে।’

মাঠের চারদিকে মানুষের হাঁটার জন্য গাছের চারা রোপনসহ একটি ওয়াকওয়ে তৈরি করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

মোহাম্মদ হাসান নামের স্থানীয় একজন বলেন, ‘আউটার স্টেডিয়াম যে সংস্কার হচ্ছে এটা আমাদের জন্য সুখবর। এটা সংস্কার হলে এখানে নানা খেলাধূলা, অনুশীলন আর টুর্নামেন্ট চলবে।’

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, চলতি বছরের মে মাসের মধ্যে আউটার স্টেডিয়ামের সংস্কার কাজ সম্পন্ন হবে দুই ধাপে। ইতোমধ্যেই প্রথম ধাপের কাজ শুরু করেছে টেন্ডারের মাধ্যমে নিয়োগ পাওযা প্রতিষ্ঠান।

আজকের সারাদেশ/৩১জানুয়ারী/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি