আজকের সারাদেশ প্রতিবেদন:
স্বতন্ত্র সংসদ সদস্যদের ‘সমর্থন’ নিয়ে দ্বাদশ জাতীয় সংসদে ৫০টির মধ্যে ৪৮টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে সরকারি দল আওয়ামী লীগ। সংরক্ষিত নারী আসন বণ্টনের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের ১৪ দলীয় জোটের শরিক ও স্বতন্ত্রদের সমর্থন নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাক্ষরিত একটি চিঠি ইসি সচিবের কাছে জমা দেয় আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।
পরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের সংসদ সদস্যের পাশাপাশি ১৪ দলীয় জেটের আরও দুজন সংসদ সদস্য নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারাও সম্মতি দিয়েছেন, আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনে যাদের মনোনয়ন দেবে, তারা তাদের সমর্থন দেবেন।
আবু সাঈদ আল মাহমুদ বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের স্বতন্ত্র ৬২ জন সংসদ সদস্য সমর্থন দেবেন। সেই সমর্থনসূচক আলাদা আালাদা চিঠি তাদের সাক্ষরসহ আওয়ামী লীগের মাধ্যমে সন্নিবেশিত করে ইসি সচিবের কাছে জমা দিয়েছেন। এখন ইসি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তিনি বলেন, সব মিলেয়ে এখন সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে ৪৮টিতে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হবেন।
এক প্রশ্নের জবাবে আবু সাঈদ আল মাহমুদ বলেন, স্বতন্ত্র সংসদ সদস্যরা স্বেচ্ছায় তাদের ভোটাধিকার আওয়ামী লীগের কাছে সমর্পণ করেছেন। আওয়ামী লীগ যে প্রার্থীদের মনোনয়ন দেবে, তাদের সমর্থন দেবেন, সে সম্মতি জ্ঞাপন করেছেন। ৬২ জনই তাদের ভোটাধিকার আওয়ামী লীগ সভানেত্রীর কাছে সমর্পণ করেছেন।
এসময় আওয়ামী লীগের প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও উপদপ্তর সম্পাদক সায়েম খান।
আজকের সারাদেশ/এমএইচ