রাত ৮:১৬, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বই মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আজকের সারাদেশ প্রতিবেদন:

ভাষার মাসের প্রথম দিনে শুরু হলো অমর একুশে বই মেলা ২০২৪। বৃহস্পতিবার বিকেল বাংলা একাডেমি প্রাঙ্গণে  সাড়ে ৪ টার দিকে বই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সেখানে বাংলা একাডেমি প্রকাশিত ‘কালেক্টেড ওয়ার্কস অব শেখ মুজিবুর রহমান: ভলিউম-২’সহ নয়টি নতুন গ্রন্থ উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর লেখকদের হাতে তিনি তুলে দেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩’।

এরপর নিজের বক্তব্য তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। বক্তব্যের শেষে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি। পরে প্রধানমন্ত্রী মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন।

পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ-প্রতিপাদ্যে অনুষ্ঠিত হচ্ছে এবারের একুশের বইমেলা।

বই মেলা উদ্বোধন উপলক্ষে বিকেল তিনটার দিকে বাংলা একাডেমি প্রাঙ্গণে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয। এরপর অমর একুশের সেই কালজয়ী গান গেয়ে শোনানো হয়।

প্রধানমন্ত্রী উদ্বোধন ও পরিদর্শন শেষে বইমেলা প্রাঙ্গণ ত্যাগ করার পর সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হতে যাওয়া মাসব্যাপী বইমেলায় এবার ৬৩৫টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। একাডেমি প্রাঙ্গণে ১২০টি প্রতিষ্ঠান ও ১৭৩টি ইউনিট এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৫১৫টি প্রতিষ্ঠান ও ৭৬৪টি ইউনিট বরাদ্দ পেয়েছে।

বাংলা একাডেমি প্রাঙ্গণে একটি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৩৬টি প্যাভিলিয়ন থাকবে। কয়েক বছর ধরে মেলার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিল বিভিন্ন ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। এবার বাংলা একাডেমি নিজেই বইমেলার সার্বিক আয়োজনের দায়িত্বে থাকছে।

ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে বইমেলা। তবে রাত সাড়ে ৮টার পর কেউ বাইরে থেকে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না। ছুটির দিন বইমেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

আর শহীদ দিবস ২১ ফেব্রুয়ারি মেলা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৯টা পর্যন্ত। এ ছাড়া প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত থাকবে ‘শিশুপ্রহর’।

আজকের সারাদেশ/০১ফেব্রুয়ারি/এএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি