দুপুর ২:০৭, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ল বান্দরবানের অটোরিকশায়

আজকের সারাদেশ প্রতিবেদন:

মিয়ানমার থেকে ছোড়া গুলির আঘাতে একটি সিএনজিচালিত অটোরিকশার গ্লাস ফেটে গেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে তুমব্রু উত্তরপাড়ার রাস্তায় এ ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, বিকেল ৩টার পর থেকে হঠাৎ করে ঘুমধুম তুমব্রু সীমান্তে ব্যাপক গোলাগুলির আওয়াজ শোনা যায়। এসময় ভয়ে স্থানীয়রা নিরাপদ আশ্রয়ে সরে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলে গোলাগুলির এ ঘটনা। এসময় তুমব্রু উত্তরপাড়ায় রাস্তার পাশে দাঁড়ানো একটি সিএনজিচালিত অটোরিকশার ফ্রন্ট গ্লাসে গুলির আঘাত লাগলে গ্লাসটি ফেটে যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষ বাড়ি ঘর থেকে বের হচ্ছেন না। অনেকে বাড়ি ছেড়ে অন্যত্র আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।

এ বিষয়ে ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, ‘বিকেল থেকে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় রাস্তায় দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশার গ্লাসে গুলি লেগে গ্লাসটি ফেটে যায়। ৫টা পর্যন্ত এ গোলাগুলির ঘটনা চলমান ছিল। পরে বন্ধ হয়ে যায়।’

মিয়ানমারের জান্তাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের প্রভাবে গত ২২ জানুয়ারি থেকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তুমব্রু সীমান্ত এলকা উত্তপ্ত হয়ে ওঠে।

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি