সকাল ৯:২৪, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলা‌দেশে আশ্রয় নিয়েছে ১১৩ বিজিপি সদস্য, গোলাগুলিতে সীমান্তে আতঙ্ক

আজকের সারাদেশ প্রতিবেদন:

বান্দরবানের তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ভয়াবহ গোলাগুলি চলছে। ৩ দিন ধরে চলমান গোলাগুলিতে কম্পিত পুরো সীমান্ত এলাকা। গোলাগুলির ভয়াবহতায় প্রাণ বাঁচা‌তে বাংলাদেশে আশ্রয় নি‌য়ে‌ছে ১১৩ জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বি‌জি‌পি) সদস‌্য।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকা‌লে বি‌জি‌বির জনসং‌যোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারে ভয়াবহ গোলাগুলির কারণে র‌বিবার সকালে ১৪, দুপুরে ৬ ও বিকালে ৩৮ জন এবং সোমবার সকালে ৩৭, দুপু‌রে ১১ ও রা‌তে আরেও ৭ জনসহ মোট ১১৩ জন এখন পর্যন্ত আশ্রয় নেয়। তারা সবাই নাইক্ষ‌্যংছ‌ড়ির ঘুমধুম ও কক্সবাজা‌রের উখিয়া বিজিবির তত্ত্বাবধানে রয়েছেন।

তি‌নি আরও জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে এবং সার্বক্ষ‌ণিক তা‌দের খোঁজখবর রাখ‌ছে।

স্থানীয়রা জানায়, সারা রাত ধ‌রে চ‌লে গোলাগু‌লি। রা‌তে যুদ্ধবিমান থে‌কে মর্টার‌ শেল নি‌ক্ষে‌পের কথাও জানান স্থানীয়রা। এর আগে, সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপু‌রে এক‌টি মর্টার শেল বাংলা‌দেশ সীমানায় প্রবেশ ক‌রে ঘ‌রের চা‌লের ওপর পড়‌লে ঘটনাস্থ‌লেই এক নারীসহ দুজন নিহত হয়। বর্তমা‌নে সেখানে থমথ‌মে অবস্থা বিরাজ কর‌ছে।

তিন দিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে তমব্রু রাইট ক্যাম্প এলাকায় মিয়ানমারের সরকারি বাহিনী ও দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তুমুল লড়াই চলছে। পাশাপাশি কক্সবাজারের উখিয়া উপজেলার আনজুমানপাড়া, ধামনখালী ও রহমতবিল সীমান্তের ওপারে ঢেঁকিবুনিয়া ও উংচি বান এলাকায় থেমে থেমে গোলাগুলি, মর্টার শেল ও বোমাবর্ষণের ঘটনা ঘটছে।

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি