আজকের সারাদেশ প্রতিবেদন:
বিলিয়নিয়ার ব্যবসায়ী ও দক্ষিণ আমেরিকার দেশ চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।
সেবাস্তিয়ান পিনেরা দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ৭৪ বছর বয়সী পিনেরা একইসঙ্গে একজন বিলিয়নেয়ার এবং ব্যবসায়ীও ছিলেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বুধবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পিনেরার কার্যালয় থেকে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা চিলি প্রজাতন্ত্রের সাবেক প্রেসিডেন্টের মৃত্যু ঘোষণা করছি।’
বিবৃতিতে বলা হয়, রাজধানী সান্তিয়াগোর দক্ষিণে লাগো র্যাঙ্কোর কাছে একটি হ্রদে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় অন্য তিনজন আরোহী বেঁচে আছেন। তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
চিলির নৌবাহিনী সাবেক এ প্রেসিডেন্টের মরদেহ উদ্ধার করেছে বলে জানায় স্প্যানিশ একটি সংবাদপত্র। সেখানে বলা হয়, পিনেরা প্রতি ফেব্রুয়ারিতেই তার পরিবারের সঙ্গে ছুটি কাটাতেন।
সাবেক এ প্রেসিডেন্টের মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করছে চিলি।
২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত প্রথম মেয়াদে চিলির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় দেশের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য পিনেরাকে কৃতিত্ব দেয়া হয়।
আজকের সারাদেশ/০৭ফেব্রুয়ারি/এএইচ