সকাল ৯:৪৬, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে আশ্রয় নিল বিজিপির আরও ২ জন

আজকের সারাদেশ প্রতিবেদন:

অভ্যন্তরীণ সংঘাতের জেরে মিয়ানমারে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আরও দুই সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।

কক্সবাজারের টেকনাফের উলুবুনিয়া সীমান্ত দিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই দুজন বাংলাদেশে ঢোকেন, যাদের হেফাজতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ নিয়ে বিজিবির হেফাজতে রয়েছেন মিয়ানমারের বাহিনীর ৩৩০ জন সদস্য।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ দুজনের অনুপ্রবেশের বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিপির আরও ২ সদস্য উলুবুনিয়া সীমান্ত দিয়ে বেলা ১১টার দিকে এপারে ঢুকে পড়েন।

তিনি জানান, মিয়ানমার থেকে আজ দুজন ও গতকাল ৬৪ জন প্রবেশ করেন। এ নিয়ে এখন পর্যন্ত মিয়ানমারের ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদের একটি স্কুলে আশ্রয় দেয়া হয়েছে।

গত কয়েক দিন ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছে। গোলাগুলি, মর্টার শেল নিক্ষেপের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী এলাকা।

মিয়ানমার থেকে ছোড়া বুলেট ও মর্টার শেল এসে পড়ছে সীমান্তের এপারের বসতবাড়িগুলোতে। এতে সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ছে।

সীমান্তবর্তী এলাকার লোকজন সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন। কৃষিসহ অন্যান্য দৈনন্দিন কাজে যেতেও ভয় পাচ্ছেন বাসিন্দারা।

সংঘর্ষের মধ্যে গত সোমবার নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের জলপাইতলীতে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে এক বাংলাদেশি ও এক রোহিঙ্গা নিহত হন।

আজকের সারাদেশ/০৮ ফেব্রুয়ারি

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি