আজকের সারাদেশ ডেস্ক:
সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ইন্দোনেশিয়ায়। স্থানীয় সময় বুধবার সকালে এই ভোট শুরু হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ইন্দোনেশিয়ার এই নির্বাচনকে বলা হয় এক দিনে আয়োজিত বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন। এ নির্বাচনে দেশটির প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিরাও নির্বাচিত হবেন।
দেশজুড়ে ১৭ হাজার দ্বীপে ২০ হাজার ৬০০ পদে প্রায় দুই লাখ ৫৯ হাজার জনের মতো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির দেশ ইন্দোনেশিয়ায় জরিপে এগিয়ে আছেন প্রতিরক্ষামন্ত্রী ৭২ বছর বয়সী সাবেক জেনারেল প্রাবোও সুবিয়ান্তো।
বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো পরপর দুই মেয়াদে দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী, দুই মেয়াদের বেশি কেউ প্রেসিডেন্ট থাকতে পারবেন না। তাই সরে দাঁড়াতে হচ্ছে উইদোদোকে।
আজকের সারাদেশ/১৪ফেব্রুয়ারি/এএইচ