সকাল ৯:৪০, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশী ১৫৫৩ জন

আজকের সারাদেশ প্রতিবেদন:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ১৫৫৩ জন। এ সংখ্যাই প্রমাণ করে, দেশে নারী জাগরণ ঘটেছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, “সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চান সবাই। ৪৮টি পদের বিপরীতে দেড় হাজারের বেশি আবেদন নারী জাগরণের প্রতীক। মনোনয়ন ফরম সংগ্রহকারী সবাই যোগ্য প্রার্থী, ৪৮ জন নির্ধারণ কঠিন কাজ।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আওয়ামী লীগ নারীদের ক্ষমতায়নে কাজ করছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের ক্ষমতা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশের নারীরা এখন সবক্ষেত্রে কাজ করছে। নারীর জন্য অর্থনৈতিক স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নারীদের মুক্তির পথ সৃষ্টি করেছেন।”

আওয়ামী লীগের সভাপতি বলেন, “একটি উন্নত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হয়। উন্নত দেশ গড়ার জন্য নারী-পুরুষ সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আজকে বাংলাদেশ বদলে গেছে। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। বাংলাদেশ এখন বিশ্বে মাথা উঁচু করে মর্যাদাশীল জাতি হিসেবে অতিষ্ঠিত হয়েছে। এখকার বাংলাদেশ এক বদলে যাওয়া বাংলাদেশ।”

শেখ হাসিনা বলেন, “দেশের মানুষ চেয়েছে বলেই আওয়ামী লীগ বারবার ক্ষমতায় আসতে পেরেছে। আওয়ামী লীগ টানা এতবার ক্ষমতায় আসবে এটা কেউ ভাবতে পারেনি। নানা চড়াই উৎরাই পেরিয়ে আওয়ামী লীগের পথ চলা। আমাদের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা যে পারি বাংলাদেশ যে পারে তা আমরা দেখিয়ে দিয়েছি।”

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্য করে বলেন, “দলের সবাইকে কাজ করতে হবে। দলের সব নেত্রী বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছে, নির্যাতনের শিকার হয়েছে। তাই মনোনয়ন না পেলেও নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা যেন চলে না যায়। নেতৃত্ব দেওয়ার মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। নিজে কী পেলাম, তা না ভেবে জনগণের জন্য কাজ করে যেতে হবে। কাউকে পিছিয়ে রেখে নয়, সবাইকে নিয়ে কাজ করতে হবে।”

আজকের সারাদেশ/১৪ফেব্রুয়ারি

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি