আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের পর এবার লেবাননে ইসরায়েলি হামলায় ৪ শিশুসহ ৯ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) এ হামলা চালায় ইসরায়েল।
এর আগে লেবাননে সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হলে তার প্রতিক্রিয়ায় এই হামলা চালায় ইজরায়েল।
গাজায় ইসরায়েলি বাহিনীর সেই আগ্রাসন শুরুর কয়েক দিন পর থেকেই লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ ও ইসরায়েলি সেনাদের মধ্যে হামলা পাল্টা হামলা চলে আসছে।
হিজবুল্লাহর প্রধান বলেছেন, বুধবার (১৪ ফেব্রুয়ারি) লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের হামলার ‘জবাব দেওয়া হবে’।
ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী লেবানন থেকে আন্তঃসীমান্ত রকেট হামলার জবাব দিয়েছে।
বুধবার সকালে লেবানন থেকে রকেট হামলায় ইসরায়েলের এক নারী সৈন্য মারা গেছে এবং অন্য আটজন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আজকের সারাদেশ/এমএইচ