দুপুর ২:২৩, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ দিন ধরে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চবি ক্যাম্পাস

আজকের সারাদেশ প্রতিবেদন:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা তৃতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলছে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ। বিবাদে জড়ানো পক্ষ দুটি হলো- চবি ছাত্রলীগের উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইন।

শুক্রবার  (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে শুরু হয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে চলছে সংঘর্ষ।

এদিকে লাগাতার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শাহজালাল, শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলের সামনে কাঁচের বোতল, ইটপাটকেল পড়ে থাকতে দেখা যায়।

এসময় সিএফসি গ্রুপের অনুসারীরা শাহ আমানত হলের সামনে এবং সিক্সটি নাইনের অনুসারীরা শাহজালাল হলের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুঁড়ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান আছে।

এর আগে গতকাল (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এবং রাতে দুই দফায় সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি। এতে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হন। এছাড়া ১৪ ফেব্রুয়ারি রাতে সিক্সটি নাইন এবং বিজয় গ্রুপের অনুসারীরা সংঘর্ষে জড়ায়।

প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। পুলিশকে টিআর শেল নিক্ষেপ করতে বলা হয়েছে। তবে ছাত্ররা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকায় পুলিশ টিআর শেল  নিক্ষেপে রাজি হয়নি।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি