সন্ধ্যা ৭:৪৭, মঙ্গলবার, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

৩ দিন ধরে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র চবি ক্যাম্পাস

আজকের সারাদেশ প্রতিবেদন:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে টানা তৃতীয় দিনের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলছে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ। বিবাদে জড়ানো পক্ষ দুটি হলো- চবি ছাত্রলীগের উপগ্রুপ সিএফসি ও সিক্সটি নাইন।

শুক্রবার  (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে শুরু হয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত থেমে থেমে চলছে সংঘর্ষ।

এদিকে লাগাতার সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের শাহজালাল, শাহ আমানত ও সোহরাওয়ার্দী হলের সামনে কাঁচের বোতল, ইটপাটকেল পড়ে থাকতে দেখা যায়।

এসময় সিএফসি গ্রুপের অনুসারীরা শাহ আমানত হলের সামনে এবং সিক্সটি নাইনের অনুসারীরা শাহজালাল হলের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল ছুঁড়ছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলমান আছে।

এর আগে গতকাল (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এবং রাতে দুই দফায় সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি। এতে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হন। এছাড়া ১৪ ফেব্রুয়ারি রাতে সিক্সটি নাইন এবং বিজয় গ্রুপের অনুসারীরা সংঘর্ষে জড়ায়।

প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। পুলিশকে টিআর শেল নিক্ষেপ করতে বলা হয়েছে। তবে ছাত্ররা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকায় পুলিশ টিআর শেল  নিক্ষেপে রাজি হয়নি।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল

বিএনপি নেতাদের চাপে বন্ধ হওয়া নির্বাচন দ্রুত আয়োজনের দাবি

উন্নত চিকিৎসার জন্য ৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া!

রাখাইনে বোমা ও মর্টারশেলের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত