আজকের সারাদেশ প্রতিবেদন:
গোপন সংবাদের ভিত্তিতে ওমান থেকে আসা একটি বিমানে তল্লাশি করে ৬৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা বলে জানিয়েছে চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় চট্টগ্রামের শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা ফ্লাইট ডব্লিউওয়াই-৩১৩ অবতরণ করে।
চট্টগ্রাম কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদ থাকায় ওমান থেকে আসা ফ্লাইট ডব্লিউওয়াই-৩১৩ তল্লাশি করে ৩৫ নম্বর সিট এফ এর পিছনে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় লুকায়িত ০৪ টি দন্ডাকৃতির বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে উদ্ধারকৃত ০৪টি দন্ডাকৃতি বস্তু কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে খুলে প্রতিটি বান্ডেলে ১৬ পিস করে মোট ৬৪ পিস স্বর্ণবার পাওয়া যায় এবং যার প্রতিটির ওজন ১১৬ গ্রাম। সর্বমোট ওজন ৭ কেজি ৪২৪ গ্রাম। আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।
বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) স্বীকৃত স্বর্ণকার কর্তৃক পরীক্ষা করে ২৪ ক্যারেটের স্বর্ণবার এর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলছে।
আজকের সারাদেশ/এমএইচ