আজকের সারাদেশ প্রতিবেদন:
গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর চলমান গণহত্যার মধ্যেই ৬০টি ইসরাইলি সংস্থা ও উগ্রপন্থি বসতি স্থাপনকারী দলকে `সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করেছে আরব লিগ। তাদের বিরুদ্ধে আল আকসা প্রাঙ্গণ দখল ও পশ্চিম তীরে বসতি স্থাপন করার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছে আরব দেশগুলোর সংগঠনটি।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় আরব লিগ। এছাড়াও বৈঠকে ২২ ইসরাইলি ব্যক্তির বিরুদ্ধেও ফিলিস্তিনিদের গণহত্যার অভিযোগ এনেছে আরব লিগ। এবার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যেতে চায় সংস্থাটি।
এছাড়াও ইসরাইলকে বসতি স্থাপন ও আগ্রাসনের কাজে সহায়তা করা ৯৭টি কোম্পানিকেও বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে আরব লিগের নেতারা। লিগভুক্ত দেশগুলো এ সিদ্ধান্ত কার্যকর করতে চূড়ান্ত ব্যবস্থা নেবে।
আজকের সারাদেশ/একে