দুপুর ১২:০৭, শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

‘চবি উপাচার্য নিজের ভাতা বাড়ালেন ৫০ শতাংশ, শিক্ষকদের বেলায় ৫ শতাংশ’

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হক বলেছেন, সম্প্রতি ভর্তি পরীক্ষার পরিদর্শন ভাতা বিভিন্ন হারে বাড়ানো হয়েছে। আমরা দেখলাম চবি উপাচার্য নিজের পরিদর্শন ভাতা ৫০ শতাংশ বৃদ্ধি করেছেন। অথচ সাধারণ শিক্ষকদের ক্ষেত্রে দীর্ঘদিনের দাবির পর এবার মাত্র ৫ শতাংশ বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চবি শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

অধ্যাপক আব্দুল হক বলেন, ভর্তি পরীক্ষায় এবার আয় হয়েছে প্রায় ২১ থেকে ২৩ কোটি টাকা। সেখানে আমরা হিসাব করে দেখলাম, খুব বেশি হলে এখানে ৭-৮ কোটি টাকার বেশি খরচ হবে না। তাহলে বাকি টাকা আপনারা কোন খাতে ব্যয় করছেন? সবার সামনে সেই হিসেব তুলে ধরুন। অন্যথায় শিক্ষকদের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।

সম্প্রতি জাতীয় সংসদে ভর্তি পরীক্ষার ফরম বিক্রির টাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য, শিক্ষক এবং একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ভাগাভাগি করে নেওয়ার বিষয়টি উঠে আসার পর দেশব্যাপী চলছে নানান আলোচনা-সমালোচনা।

পাশাপাশি ভর্তি পরীক্ষা এলে ছাত্রলীগের পরিকল্পিত সংঘর্ষে জড়ানোর নেপথ্যে ভর্তি পরীক্ষার টাকা ভাগাভাগির বিষয়টিও আলোচনায় আসে। এবারও ভর্তি পরীক্ষার ঠিক আগমুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় সংগঠনটির বিভিন্ন উপগ্রুপের নেতাকর্মীরা।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

সৈকত ও প্রবাল এক্সপ্রেসের প্রথম দিনে আয় প্রায় ৫ লাখ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা পাবেন আজীবন চিকিৎসা ভাতা

বিএনপির ৩১ দফা কেবল দেশ ও দেশের মানুষের জন্য

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত