সন্ধ্যা ৬:৪০, মঙ্গলবার, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ভাষা দিবসে জমজমাট চট্টগ্রাম বইমেলা, ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি

আজকের সারাদেশ প্রতিবেদন:

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। বিশেষ এই দিনে চট্টগ্রামের সিআরবি শিরীষতলায় অমর একুশে বইমেলা ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে। নারী দর্শনার্থীরা খোঁপায় বাহারি ফুল পরে আর পুরুষরা কালো পাঞ্জাবি পরে মেলায় এসেছেন। অনেকে সঙ্গে করে নিয়ে এসেছেন শিশুসহ পুরো পরিবারকে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বইমেলা ঘুরে দেখা গেছে, প্রতিটি স্টলেই ক্রেতা-দর্শনার্থীর উপচেপড়া ভিড়। বড়দের সঙ্গে মেলায় শিশু-কিশোরদের উপস্থিতিও চোখে পড়ার মতো। স্কুলপড়ুয়া অনেকে শহীদ মিনারে ফুল দেওয়া শেষে এসেছে বইমেলায়। তবে দর্শনার্থী থাকলেও ক্রেতা কম বলছে দোকানিরা।

মেলায় আসা সানজিদা আনিকা নামে এক নারী বলেন, পরিবারের সবাইকে নিয়ে মেলায় এসেছি। আজ সরকারি ছুটি থাকায় রাস্তাঘাটে জ্যাম কম। তাছাড়া সবাইকে নিয়ে একসাথে মেলায় আসার সময়ও কম পাওয়া যায়।

আবিদ ইসলাম এক দর্শনার্থী বলেন, সকালে বন্ধুরা মিলে এসেছিলাম শহীদ মিনারে ফুল দিতে। পরে সবাই প্ল্যান করে বইমেলায় এসেছি। অনেক স্টল ঘুরে দেখেছি কিন্তু কোনো বই এখনো কেনা হয়নি। পছন্দের বই অনেক থাকলেও প্রতিটি বইয়ের দাম অনেক বেশি।

বিক্রেতা আরফান হোসেন বলেন, মেলায় দর্শনার্থী অনেক কিন্তু ক্রেতা কম। অনেকেই আসছেন বই দেখছেন, পড়ছেন, ছবি তুলছেন কিন্তু আলটিমেটলি কিনছেন না। এটা আমাদের জন্য তো দুঃখজনক বটেই, পাশাপাশি লেখক এবং সংশ্লিষ্টদের জন্যও নেতিবাচক একটা বার্তা। আমি আশা করব শুধু দেখা বা ছবি তোলার মাঝে সীমাবদ্ধ না থেকে পাঠকরা বই কিনবেন।

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল

বিএনপি নেতাদের চাপে বন্ধ হওয়া নির্বাচন দ্রুত আয়োজনের দাবি

উন্নত চিকিৎসার জন্য ৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া!

রাখাইনে বোমা ও মর্টারশেলের শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত