ভোর ৫:২৫, রবিবার, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সিভাসুতে মাদক বিরোধী বিক্ষোভ করল ছাত্রলীগ

আজকের সারাদেশ প্রতিবেদন:

মাদক বিরোধী বিক্ষোভ মিছিল করেছে ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)  শাখা ছাত্রলীগ। ক্যাম্পাসকে মাদকমুক্ত ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মাদক বিরোধী এ মিছিল করে তারা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিক করে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।

সিভাসু ছাত্রলীগ নেতা শফিক আনাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণের স্বপ্ন সারথি হিসাবে কাজ করে চলেছে বাংলাদেশ ছাত্রলীগ ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শাখা। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে আজকের এই মাদক বিরোধী বিক্ষোভ মিছিল। আগামীর বাংলাদেশ দক্ষ ও স্মার্ট ছাত্রদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ নির্মাণের স্বপ্নকে মাথায় রেখে আমরা সিভাসু ছাত্রলীগ পরিবার সবসময় সাধারণ শিক্ষার্থীদের জন্য একটা সুন্দর ও বুদ্ধিভিত্তিক কর্মকান্ড চর্চা করতে পারে এমন ক্যাম্পাস নিশ্চিতে কাজ করে চলেছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিশ্চুপ ভূমিকার তীব্র নিন্দা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মাদকের প্রকোপ বিশাল আকার ধারণ করার আগেই ক্যাম্পাস থেকে মাদক নির্মূলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি আশা করি।’

মাদকবিরোধী বিক্ষোভ মিছিলের সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন, সিভাসু ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল শামীম, আরাফাত হোসাইন, ইয়াছিনুর রহমান, তানভীর শাহরিয়ার,আবি রাওয়ান, অঙ্কন নাথ, জয়তু, ওয়ালিদ, সাইরাজ, নাফিউর প্রমুখ।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক

গুলিবিদ্ধ কিশোরকে রিকশায় তুলতে গিয়ে দেখলেন নিজেরই সন্তান

নিরপরাধ শিক্ষার্থীদের সহযোগিতা করবে চবি কর্তৃপক্ষ

১২ দিন পর স্বল্প পরিসরে ট্রেন সার্ভিস চালু

ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইসরায়েলে হামলার নির্দেশ আয়াতুল্লাহ খামেনির

বন্দিতে ঠাসা চট্টগ্রামের কারাগার, ১৫ দিনে বেড়েছে ১ হাজার বন্দী