রাত ৯:৫৯, বৃহস্পতিবার, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

এখনও পুরোপুরি নিভেনি সুগার মিলের আগুন

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামে লাগা আগুন এখনও নেভেনি, তবে নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার বিকেল ৪টার দিকে মিলের ১ নম্বর গুদামে এ আগুন লাগে। ওই গুদামে এক লাখ টন অপরিশোধিত চিনি ছিল বলে দাবি করা হয়েছে।

রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘তবে এখনও পুরোপুরি নির্বাপণ হয়নি।’

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক মঙ্গলবার সকাল ১০টার দিকে জানান, কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন। রোবটিং ফায়ার ফাইটিং পদ্ধতিতেও পানি ছিটানো হচ্ছে।

আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশনের একাধিক ইউনিট সেখানে গিয়ে কাজ শুরু করে। সবমিলিয়ে ১৫টি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়।

এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ‘এস আলম রিফাইন্ড সুগার মিলের পঞ্চম তলায় আগুনের সূত্রপাত। কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন। বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।’

এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক বলেন, ‘গোডাউনে ব্রাজিল থেকে আমদানি করা এক লাখ টন চিনির কাঁচামাল ছিল। এর পুরোটাই পুড়ে গেছে বলে আশঙ্কা করছি।

‘মিল চালু থাকা অবস্থায় আগুন চারদিকে ছড়িয়ে যায়। আগুন নির্বাপণে আমরা ফায়ার সার্ভিসকে সহায়তার চেষ্টা করছি।’

এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের পাওয়ার প্লান্টের সহকারী ফিটার মনির বলেন, ‘ওই গুদামে প্রায় এক লাখ টন অপরিশোধিত চিনি ছিল। এগুলো পুড়ে গেছে। কাছেই পরিশোধিত চিনি আছে আরও কয়েক লাখ টন।’

সূত্র জানায়, ব্রাজিল, আর্জেন্টিনা ও থাইল্যান্ড থেকে চিনির কাঁচামাল এনে এস আলম রিফাইন্ড সুগার মিলসের দুটি প্লান্টে পরিশোধন করা হয়। এর মধ্যে প্লান্ট-১ এর উৎপাদন ক্ষমতা দৈনিক ৯০০ টন এবং প্লান্ট-২ এর উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ টন। থাইল্যান্ড এবং ফ্রান্সের প্রযুক্তি ও কারিগরি সহায়তায় কারখানাটি পরিচালিত হচ্ছে।

আজকের সারাদেশ/০৫ মার্চ