আজকের সারাদেশ ডেস্ক:
পরিবর্তন এসেছে পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মানুষের তালিকায়। তালিকায় শীর্ষে থাকা ইলন মাস্ককে সরিয়ে সেখানে স্থান করে নিয়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস।
ফলে প্রায় ৯ মাস ধরে তালিকায় শীর্ষে থাকা এ অবস্থান হারিয়েছেন মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান স্পেসএক্স, বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।
ব্লুমবার্গ বিলিয়নিয়ারস ইনডেক্সের এ তথ্য মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ করা হয়।
২০২১ সালের পর প্রথমবারের মতো এ তালিকায় সবার ওপরে নাম উঠল ৬০ বছর বয়সী বেজোসের।
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, গতকাল টেসলার শেয়ারের ৭ দশমিক ২ শতাংশ দরপতন হয়। ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ এখন ১৯৭ দশমিক ৭ বিলিয়ন ডলার এবং বেজোসের সম্পদ ২০০ দশমিক ৩ বিলিয়ন ডলার।
৫২ বছর বয়সী মাস্ক ও বেজোসের মধ্যে সম্পদের ব্যবধান ছিল ১৪২ মিলিয়ন ডলান, যা এখন কমে এসেছে। ২০২২ সালের শেষের দিক থেকে ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের শেয়ার দ্বিগুণেরও বেশি বেড়েছে, অন্যদিকে টেসলা প্রায় ৫০ শতাংশ নিচে নেমেছে।
অ্যামাজনের পাশাপাশি মহাকাশে মানুষবাহী রকেট পাঠানো প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিনের’ প্রতিষ্ঠাতাও জেফ বেজোস।
আজকের সারাদেশ/এএইচ