আজকের সারাদেশ প্রতিবেদন:
আসন্ন রমজানে ভোগ্য পণ্যের বাজার স্বাভাবিক রাখতে খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এসময় নানা অভিযোগে ৬ প্রতিষ্ঠানকে ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বক্কর ও কোতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, রমজানকে সামনে রেখে বাজার তদারকির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মূল্য তালিকা না থাকা, ক্রয়-বিক্রয় রশিদ না রাখাসহ নানা অভিযোগে মদিনা ট্রেডার্সকে ১০ হাজার, আজমির ভান্ডারকে ৩ হাজার এবং ফারুক ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিও (সরবরাহ আদেশ) বিক্রির অভিযোগে ভাই ভাই এন্টারপ্রাইজকে ১০ হাজার এবং দ্বীন এন্ড কোম্পানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও আমদানি ব্যয়ের চেয়ে বেশি দামে এলাচ বিক্রি করায় মেসার্স আবু মোহাম্মদ এন্ড কোম্পানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, আমদানির নথিপত্র পর্যালোচনা করে দেখা গেছে প্রতি কেজি এলাচের খুচরা মূল্য দেড় হাজার টাকা হতে পারে। কিন্তু সেখানে দেখা গেছে তারা ২৩শ-৩ হাজার টাকায় বিক্রি করছে। এলাচ ছাড়াও আরও কিছু মশলার দামও বেশি রাখা হচ্ছে। দাম বৃদ্ধির কারণটা আমরা বের করার চেষ্টা করছি। ডিও বিক্রির কারণে পণ্য বারবার হাতবদল হয়, এটা একটা কারণ হতে পারে। এবারের অভিযানে সামান্য জরিমানা করা হয়েছে, এরপর আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।
রমজান মাসে চট্টগ্রামের বাজার কোনভাবেই যেন অস্থিতিশীল না হয় সে লক্ষ্যে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।
আজকের সারাদেশ/এএইচ