সকাল ৮:৫১, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কেজিতে ১০ টাকা বেড়েছে চিনির দাম

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামে আগুনের ঘটনায় খাতুনগঞ্জে মনপ্রতি ৮০ টাকা বেড়ে গেছে চিনির দাম। বুধবার মনপ্রতি ৫ হাজর ৫০ টাকা দরে চিনি বিক্রি হয়েছে দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় এই পাইকারি বাজারে। এর দুদিন আগে সোমবার খাতুনগঞ্জে চিনি বিক্রি হয়েছে ৪ হাজার ৯৭০ টাকা দরে।

চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, কর্ণফুলীর ইছানগরে এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামে আগুন লেগে কিছু চিনি নষ্ট হয়ে গেছে। তাতে সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে। কিন্তু রমজান ঘিরে পণ্যটির চাহিদা বেড়ে গেছে। তাই দাম কিছুটা বেড়েছে। সরবরাহ ঠিক হলে দামও কমে যাবে।

পাইকারিতে মনপ্রতি ৮০ টাকা বাড়লে কেজিতে দাম বাড়ে ২ টাকা ১৪ পয়সা। কিন্তু মঙ্গলবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে খুচরায় কেজিতে ৫ থেকে ১০ টাকা দাম বেড়েছে পণ্যটির। এইদিন নগরীর বিভিন্ন বাজারে চিনি ১৫০ থেকে ১৫৫ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। দাম বৃদ্ধির বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে নগরীর ২ নম্বর গেট এলাকার হাছনাত স্টোরের মালিক বলেন, গতকাল কী যেন সমস্যা হয়েছে, সবাই দ্রæত সব চিনি কিনে নিয়ে গেছে। এখন পাইকারি বাজারে দাম বেড়েছে। তাই আমরা ১৫৫ টাকা দরে বিক্রি করছি।

রমজানের আগে চিনির মূল্যবৃদ্ধির বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, চিনির মূল্যবৃদ্ধির সুযোগের জন্য এতদিন ব্যবসায়ীরা অপেক্ষায় ছিল। এখন এস আলম একটা দুর্ঘটনা ঘটিয়ে দিছে। ঘটনার পরপরই খাতুনগঞ্জে চিনির দাম বেড়ে গেছে। আমরা আগেও দেখেছি, ব্যবসায়ীরা এমন সময়-সুযোগ কাজে লাগিয়ে ভোক্তাদের পকেট কাটেন। যে চিনিগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো অপরিশোধিত চিনি, এগুলো পরিশোধনের পর বাজারে আসতে সময় লাগার কথা। চিনির মূল্যবৃদ্ধির আসলে যুক্তিসংগত কোনো কারণ নেই।

আজকের সারাদেশ/০৬মার্চ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি