আজকের সারাদেশ প্রতিবেদন:
জমজমাট আয়োজনে জুয়েলারীর জনপ্রিয় ব্রান্ড ডায়মন্ড পার্কের প্রথম শোরুম উদ্বোধন হয়েছে। চট্টগ্রামের নিউ মার্কেটের ২য় তলায় এই শোরুমের উদ্বোধন করেন একুশে পদক প্রাপ্ত লায়ন্স রফিক আহমেদ এমজেএফ।
এ শোরুম উদ্বোধন উপলক্ষ্যে ডায়মন্ডের পন্যের উপর ২৫% ছাড় ঘোষনা করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া উদ্বোধনীর পর থেকে সর্বোচ্চ কেনাকাটায় ক্রেতাকে আকর্ষণীয় উপহার এবং মাসব্যাপী কেনাকাটা ভেদে বিভিন্ন উপহার দিবে প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে কর্মস্থলের কর্মকর্তা কর্মচারী, স্থানীয় ব্যাবসায়ী ও ক্রেতা সাধারণ উপস্থিত ছিলেন।
ডায়মন্ড পার্কের কর্ণধার সাকি বনিক বলেন “ নিউ মার্কেটের ডায়মন্ড পার্কের আউটলেটে এসজিএল সার্টিফাই করা ডায়মন্ড ও প্লাটিনাম পাবে গ্রাহকরা।
আজকের সারাদেশ/একে