আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের সীতাকুণ্ডে বদ্ধঘর থেকে মো. শাহাদাত হোসাইন সুজন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) রাত পৌনে ১২টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আবুল খায়ের মাস্টারের কলোনি থেকে তাঁর মরদেহটি উদ্ধার করে পুলিশ। তবে পরদিন বুধবার বিষয়টি জানাজানি হয়।
নিহত সুজন বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার গ্রাম পুলিশ মোহাম্মদ মানিকের ছেলে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, বদ্ধ ঘরের দরজা ভেঙে মো. শাহাদাত হোসাইন সুজন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আজকের সারাদেশ/এএইচ