আজকের সারাদেশ প্রতিবেদন:
ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়া উপকূলের গারাকাদ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে নোঙর করেছে। তবে জলদস্যুদের পক্ষ থেকে এখন পর্যন্ত জাহাজ মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়নি।
ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর বরাতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১টায় বিষয়টি নিশ্চিত করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
তিনি বলেন, সোমালিয়া উপকূলের গারাকাদ থেকে ২০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি নোঙর করা হয়েছে। তবে এখনো পর্যন্ত জলদস্যুদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি। ধারণা করছি তাদের কাছ থেকে প্রতিক্রিয়া পেতে আরও ২-৩ দিন বা বেশি সময় লাগতে পারে।
‘গোল্ডেন হক’ নামের জাহাজটি বাংলাদেশের কবির গ্রুপের সহযোগী সংস্থা এসআর শিপিং লিমিটেডের বহরে যুক্ত হওয়ার পর এর নাম হয় ‘এমভি আবদুল্লাহ’। মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা দেড়টায় জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটিতে ৫৫ হাজার টন কয়লা রয়েছে। জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই বাংলাদেশি। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জাহাজের নাবিকদের সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ ছিল। অনেকেই ভয়েস মেসেজ পাঠিয়ে তাঁদের পরিস্থিতির কথা জানান। কিন্তু এর পর থেকে পরিবারের সদস্যদের বিষয়ে জানতে না পেরে তাঁদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। যদিওবা সরকার ও মালিকপক্ষ থেকে বারবার তাঁদের আশ্বস্ত করা হচ্ছে।
আজকের সারাদেশ/এমএইচ