সকাল ৯:৪৮, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

চবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা

আজকের সারাদেশ প্রতিবেদন:

পূর্ব ঘটনার জেরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১ নম্বর গেইট ও রেল ক্রসিং এলাকায় সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছে স্থানীয়রা।

শুক্রবার (১৫ মার্চ) জুমার নামাজের পর এ ঘটনার সূত্রপাত হয়।

এদিকে স্থানীয়দের অবরোধের ফলে এক নম্বর গেইট থেকে হাটহাজারী ও বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট পর্যন্ত বন্ধ রয়েছে যান চলাচল।

এর আগে গত মঙ্গলবার (১২ মার্চ) চবি ছাত্রলীগ ও স্থানীয়দের মধ্যে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়নি দাবি করে সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবারের ঘটনায় হাটহাজারী থানায় মামলা করতে গেলে মামলা গ্রহণ করা হয়নি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি করলেও তার রিপোর্ট এখনও দেয়নি। জড়িত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা এখনও নেয়া হয়নি। তাই তারা এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে।

এদিকে রেলক্রসিং এলাকায় বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে। প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয়দের এ আন্দোলন চলমান রয়েছে। অপরদিকে চবি ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আটকে দিয়েছে এ ঘটনার প্রতিবাদে।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি