ভোর ৫:৫৭, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী যাওয়ার পথে দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল চবির ভর্তি পরীক্ষার বাস

আজকের সারাদেশ প্রতিবেদন:

রাজশাহী যাওয়ার পথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার শিক্ষক প্রতিনিধিদের বাস দুর্ঘটনায় শিকার হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৩ টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াকুব গুরুতর আহত হন। বাকিরা হালকা আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন সহকারী অধ্যাপক মুহাম্মদ ইয়াকুব। তিনি বলেন, আমি গুরুতর আহত হয়ে এখন এম্বুল্যান্স যোগে রাজশাহী যাচ্ছি। আমার সঙ্গের আরও কয়েকজন আহত হয়েছেন।

বাসে থাকা ‘ডি’ ইউনিটের পরীক্ষার প্রতিনিধি ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন বলেন, সিরাজগঞ্জের তাড়াশ মহাসড়কে আমাদের গাড়ি এক্সিডেন্ট করেছে। আমরা সবাই ঘুমে ছিলাম। হঠাৎ একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। বাসের সামনের অংশটা বেশ ক্ষতিগ্রস্ত হলেও আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষকদের কেউই গুরুতর আহত হয়নি। তবে, এক্সিডেন্টের পরপরই ড্রাইভার ঘটনাস্থল ছেড়ে পালিয়েছে।

‘ডি’ ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়ক সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, রাজশাহী যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার শিকার হয়। তবে এ ঘটনায় বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ি পরিবর্তন করে আবারও রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছে আমাদের প্রতিনিধি দল। ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র সুরক্ষিত আছে।

উল্লেখ্য, আগামীকাল ১৬ মার্চ (শনিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হবে চবির আইন অনুষদ ও সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি