সকাল ৬:২৭, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ জাতীয় পান্ডা দিবস: জানলে অবাক হবেন বিশ্বে মাত্র কয়টি পান্ডা জীবিত আছে

আজকের সারাদেশ প্রতিবেদন:
বিশ্ব পান্ডা দিবসে নতুন করে যে বিষয়টি সামনে এসেছে, তা হলো পৃথিবীতে বর্তমানে কতটি পান্ডা আছে। ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচারের মতে সারা বিশ্বে মাত্র ১ হাজার ৮৬৪টি পান্ডা জীবিত আছে। তার মধ্যে ১০০টি আছে বিভিন্ন চিড়িয়াখানায়।

অন্য একটি সূত্রে আবার জানা গিয়েছে, সারা বিশ্বে দুই থেকে তিন হাজার পান্ডা জীবিত আছে। তার মধ্যে কয়েকশো পান্ডা চিড়িয়াখানা বা অন্য কোথাও আছে। বাকি পান্ডাগুলো আছে জঙ্গলে।

পান্ডারা বন্য অঞ্চলে প্রায় ১৫ থেকে থেকে ২০ বছর বেঁচে থাকে। তবে যারা বন্দী থাকে তারা আরও বেশি দিন বাঁচতে পারে। পান্ডা ইকোসিস্টেমে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশ্বব্যাপী প্রায় ২৭টি চিড়িয়াখানা রয়েছে। যেখানে পান্ডাদের রাখা হয় এবং প্রজননকে উত্সাহিত করার জন্য পরিবেশ দেয়া সম্ভব হয়েছে। বন্য পান্ডাদের সংরক্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তাদের পরিবেশ রক্ষা করা, বিশেষ করে বাঁশের বন।

সুন্দর ও আদুরে চেহারার জন্য পান্ডা বেশিরভাগ মানুষেরই খুব প্রিয় প্রাণী। কিন্তু যেভাবে দিনদিন পান্ডার সংখ্যা কমে যাচ্ছে, তাতে পরিবেশবিদরা এতে বেশ উদ্বিগ্ন।

অবশ্য তাদের বিপন্ন অবস্থার জন্য দায়ী পরিবেশ। এছাড়া আরও একটি কারণ হলো পান্ডাদের কম জন্মহার।

বন্যপ্রাণ রক্ষা আন্দোলনকারীরা পান্ডা বাঁচানো এবং তাদের স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ রক্ষা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

পান্ডা মূলত চীনের হলেও অন্যান্য দেশেও দেখা যায়। তাপমাত্রা তুলনামূলকভাবে কম, এমন জায়গাতে থাকে পান্ডা।

পান্ডার সারা গায়ের রং সাদা হলেও, চোখের চারপাশ কালো হয়। রেড পান্ডার শরীরের নিচের অংশ কালো হলেও, উপরের অংশ লালচে বাদামি হয়। চোখ, মুখ, গাল ও কান আবার সাদা হয়।

পান্ডা সাধারণত বাঁশ গাছ খায়। তবে জলবায়ু পরিবর্তন এবং বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাওয়ার ফলে পান্ডাদের খাদ্যাভ্যাসে কিছুটা বদল এসেছে।

জঙ্গলে পান্ডারা সাধারণত একা থাকে। প্রতিটি পান্ডা নিজের জন্য অঞ্চল নির্দিষ্ট করে নেয়। মিলনের সময় ছাড়া বাকি সময় তারা আলাদাই থাকে।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি