আজকের সারাদেশ প্রতিবেদন:
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) শাখা ছাত্রলীগ।
১৭ মার্চ (রোববার) সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাদের কর্মসূচি শুরু হয়।
যোহরের পর শাখা ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ ‘৭৫-এর ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এসময় দোয়া মাহফিলে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
পরে কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকাল ৫ টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় গেটে অসহায় ও দুঃস্থের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সিনিয়র নেতা ইয়াছিনুর রহমান, আরাফাত হুসেন, তানভীর শাহরিয়ার, আবি রাওয়ান, জয়তু, সপ্নীল, ওয়ালিদ, নাফিউর, রাকিব, আরাফাত শুভ, সাগর, নোমান প্রমুখ।
আজকের সারাদেশ/এমএইচ