আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. সাব্বিরুল আলমের উদ্যোগে স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রোজাদার ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
১৮ মার্চ এ ইফতার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হাবিবুর রহমান তারেক ও মো. ইলিয়াস উদ্দীন।
এ সময় সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, ‘মাহে রমযান পবিত্র মাস। এই পবিত্র মাসে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করলে মহান রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা সম্ভব।’ বিত্তবানদের সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে থাকার আহবান জানান মেয়র।
এসময় আরো উপস্থিত ছিলেন খোরশেদ আলম মানিক, মো. বাবু, রবিউল ইসলাম খুকু, নুরদ্দীন সানি, মো. ইউসুফ, মো. মোক্তার, মো. মিন্টু, মো. রাকিব, মো. আলামিন প্রমুখ।
আজকের সারাদেশ/একে