আজকের সারাদেশ প্রতিবেদন:
বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ জিম্মি হওয়ার ৯ দিনের মাথায় সোমালিয়ান জলদস্যুদের পক্ষ থেকে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বুধবার (২০ মার্চ) ফোন কলে যোগাযোগ করে দস্যুরা।
জাহাজের মালিকপক্ষ কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম দস্যুদের যোগাযোগ করার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দস্যুরা ফোন করায় এখন নাবিকদের মুক্তির বিষয়ে আলোচনার পরিবেশ তৈরি হবে।
তবে দস্যুরা এখনো মুক্তিপণের বিষয়ে কিছু জানাননি। ধারণা করা হচ্ছে যোগাযোগ শুরুর পর এখন তাদের পক্ষ থেকে মুক্তিপণ দাবি করা হতে পারে। সেটি নিয়ে দরকষাকষির পর সমাঝোতা হলেই নাবিকদের মুক্তি দ্রূত সম্ভব হবে।
এর আগে গত ১২ মার্চ সোমালিয়া উপকূল থেকে ৬০০ নটিক্যাল মাইল দূরে ভারত মহাসাগরে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ ছিনতাই করে জলদস্যুরা। জাহাজে থাকা ২৩ নাবিকই বাংলাদেশি। জাহাজটি পরে নিজেদের উপকূলে নিয়ে যায় দস্যুরা। এরপর কয়েক দফায় জাহাজটি সরিয়ে নেয় তারা। বর্তমানে জাহাজটি সোমালিয়ার একেবারে উপকূলে নোঙর করা আছে।
আজকের সারাদেশ/এমএইচ