সকাল ৯:৩৭, শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্ডিয়াতে ‘মিয়া ভাই’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন হিরো আলম

আজকের সারাদেশ প্রতিবেদন:

ইন্ডিয়াতে চলছে জামাল উদ্দিন পরিচালিত “মিয়া ভাই” ও “নীলে গেম” সিনেমার শুটিংয়ের কাজ। এতে রয়েছেন দেশের আলোচিত-সমালোচিত অভিনেতা হিরো আলমও।

কাজ নিয়ে বেশির ভাগ সময়ই সমালোচনায় পড়েন বাংলাদেশের ইউটিউবার হিরো আলম। সিনেমা, গান কিংবা রাজনীতির মাঠ—সবখানেই নিজেকে প্রকাশ করেন তিনি। তবে এবার বাংলাদেশে নয়, দুটি সিনেমায় শুটিং করতে কলকাতায় গেছেন হিরো। ছবি দুটির নাম ‘নীলে গেম’, ‘মিয়া ভাই’। পরিচালক জামাল উদ্দিন। এই সিনেমাগুলোর কাজ নিয়েই এখন দারুণ ব্যস্ত হিরো।

এক প্রতিবেদনে হিরোর কলকাতায় সিনেমা করার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা। তারা জানায়, ৮ মার্চ থেকে ‘নীলে গেম’ ছবির শুটিং শুরু করেছেন হিরো। এই সিনেমায় তাঁর সহশিল্পী কলকাতার গুণী অভিনেত্রী অনামিকা সাহা। শুধু তাই নয়, কলকাতায় যে শুটিং করছেন, সেটি নিশ্চিত হওয়া গেছে হিরো আলমের সামাজিক মাধ্যম থেকেও। সেখানে নিয়মিত পশ্চিমবঙ্গের অভিনেত্রী অনামিকা সাহার সঙ্গে শুটিংয়ের ভিডিও দিচ্ছেন হিরো।

সংবাদমাধ্যমকে হিরো জানান, ‘অনামিকা দিদিসহ অনেক গুণী শিল্পী আমার নতুন দুটি সিনেমায় কাজ করছেন। এখন কলকাতায় শুটিং চলছে। পরিচালক জামাল উদ্দিন ভাই খুব সুন্দর গল্প বাছাই করেছেন। আমার নতুন দুই সিনেমাই দুই বাংলার দর্শক পছন্দ করবেন আশা করি’।

বেশ কয়েক বছর আগে ইউটিউবে গানের ভিডিওর মডেল হয়ে আলোচনায় আসেন হিরো। একসময় সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে তাঁকে। এরপর গান গেয়ে সমালোচিত হন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচনা হয়। পাশাপাশি রাজনীতিতেও জড়িয়েছেন হিরো। যদিও ভোটের মাঠে সুবিধা করতে পারেননি এই ইউটিউবার। সব মিলিয়ে বারবার সংবাদ শিরোনামে আসেন হিরো আলম।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ চবি, রাতের মধ্যে হল ত্যাগের নির্দেশ

কত টাকা পেল কোপা ও ইউরো চ্যাম্পিয়ন আর্জেন্টিনা-স্পেন?

ঢাবিতে শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষে আহত ১৮২, মেডিকেলেও হামলা

চবিতে কোটা আন্দোলনকারীদের ওপর দফায় দফায় চলছে ছাত্রলীগের হামলা

‘যৌতুক’ হিসেবে হবু জামাইকে বিসিএসের প্রশ্ন দিয়েছিলেন পিএসসি সদস্য

শখের বসে ৩০ বছর ধরে কাচের বাল্ব চিবিয়ে খান রাজশাহীর মুক্তার

নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া কয়েক কেজি গাঁজা নিয়ে মানুষের কাড়াকাড়ি

নির্বাচনী সমাবেশে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি

স্বঘোষিত মেধাবীরা কি বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের পার্থক্য বুঝে না: ছাত্রলীগ সভাপতি

আন্দোলনের নামে অস্থিতিশীলতার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না: ছাত্রলীগ সেক্রেটারি